চেম্বার আদালত অভিনেত্রী শমী কায়সারের হাইকোর্ট থেকে পাওয়া তিন মাসের জামিন স্থগিত করেছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) চেম্বার বিচারপতি রেজাউল হক এ স্থগিতাদেশ দেন। আগামী ৬ জানুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
শমী কায়সারের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর উত্তরা পূর্ব থানায় হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট শমী কায়সারকে তিন মাসের জামিন দেন। পরদিন রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করে।
গত ৫ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা থেকে শমী কায়সারকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। এ মামলার সূত্রপাত গত ১৮ জুলাই, যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নেন ইশতিয়াক মাহমুদসহ অন্যান্যরা। উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হামলায় ইশতিয়াক মাহমুদের পেটে গুলি লাগে। পরবর্তীতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে ইশতিয়াক এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।
শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার একজন সুপরিচিত অভিনেত্রী এবং আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটির সদস্য। তিনি দলটির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন এবং জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
আগামী ৬ জানুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ মামলার শুনানি হবে। মামলার ভবিষ্যৎ গতি ও শমী কায়সারের জামিনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তখন জানা যাবে।