নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আগুনে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার জোনাইল এলাকার শিমুলতলা গ্রামে কায়েস মোল্লার বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। আগুনে এক বছর বয়সী শিশুকন্যা আলিজা খাতুনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনটি বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে লেগে থাকতে পারে। অগ্নিকাণ্ডের সময়, বাড়ির সবাই আগুনের প্রভাবে বের হতে সক্ষম হলেও শিশুটি ঘরের ভেতরে আটকা পড়ে। দীর্ঘ সময়ের চেষ্টায় বনপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনলেও শিশু আলিজা আগুনে পুড়ে মারা যায়।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরাম হোসেন জানান, আগুনে বাড়ির অধিকাংশ ঘর পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা এবং উদ্ধার করা হয়েছে ২৫ লাখ টাকার মালামাল।
বাড়ির মালিক কায়েস মোল্লা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণে তার জীবনের সব কিছু শেষ হয়ে গেছে। তিনি বলেন, “তাড়াহুড়োর মধ্যে আমার নাতি আলিজা বের হতে পারেনি, আমরা তাকে বাঁচাতে পারিনি।”
এ ঘটনায় বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।