দুবাইয়ে ছুটি কাটাতে গিয়ে স্নান পোশাক পরা একটি ছবি শেয়ার করেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। তার নীল-সবুজ রঙের মনোকিনিতে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
অভিনেত্রী, যিনি ‘কাজললতা’, ‘সাঁঝের বাতি’ এবং ‘সাহেবের চিঠি’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন, ছবিটি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন। এতে দেখা যাচ্ছে, তিনি সুইমিং পুলের পাশে পায়ে পায়ে হেঁটে যাচ্ছেন। ছবির পেছন থেকে তোলা হলে তার সৌন্দর্য যেন আরও বেশি প্রকাশ পেয়েছে।
এছাড়া, দেবচন্দ্রিমা সিংহ রায় সম্প্রতি দুবাইতে স্কাই ডাইভিংও করেছেন, এবং সেই অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যদিও ছবিটি নিয়ে অনেকেই তার রুচিবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন, তবে তিনি এসব মন্তব্যের প্রতি মোটেই গুরুত্ব দেন না। অভিনেত্রীর দাবি, “আমি সোশ্যাল মিডিয়াতে নিজের ইচ্ছেমতো পোশাক পরতে পারি, এতে কারও কিছু বলার নেই।”
বর্তমানে টালিউডে কাজ কম করলেও দেবচন্দ্রিমা সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনযাপন এবং অবসর যাপন নিয়ে পোস্ট করে যাচ্ছেন, যা তার ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলছে।