শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে একটি বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কুড়িগ্রামের রৌমারি থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই প্রাণহানি ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক এ ঘটনায় নিহত ও আহতদের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে ৩ জন নারী এবং ২ জন পুরুষ রয়েছেন। তবে এখনো তাঁদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
প্রাথমিকভাবে জানা গেছে, উভয় যানবাহনের চালকের অসতর্কতা এই দুর্ঘটনার কারণ হতে পারে। শেরপুর জেলা প্রশাসন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই দুর্ঘটনার খবর শুনে শোক প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানানো হয়েছে।
আহত দুই জনকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রাণহানির এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিরাপদ সড়কের দাবি আবারও জোরালো হয়েছে। এই দুর্ঘটনা সড়ক ব্যবস্থাপনায় আরও উন্নতি ও মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা মনে করিয়ে দেয়।