1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শিল্পকলা একাডেমির আয়োজন জানুয়ারি মাসে দেশজুড়ে সাংস্কৃতিক রঙিন উৎসব - RT BD NEWS
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় নারী চিকিৎসকে চেম্বার থেকে টেনে নিয়ে সড়কে মারধর বাংলাদেশে পুষ্টিহীনতায় ভুগছে কোটি শিশুরা: সংলাপে উদ্বেগ প্রকাশ বেইলি রোডে বহুতল ভবনে আগুন, ১৮ জনকে জীবিত উদ্ধার জামালপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড শীতলক্ষ্যা নদীর খেয়াঘাটে চরম ভোগান্তি, অভিযোগের পাহাড় যাত্রীদের ঈদুল আজহা ২০২৫: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘কাসেম বাসির’ উন্মোচন খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তনে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১০টি ডাকাতি ঘটনায় ভয়াবহ পরিস্থিতি গণতান্ত্রিক সংস্কার ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ার সময় এখনই

শিল্পকলা একাডেমির আয়োজন জানুয়ারি মাসে দেশজুড়ে সাংস্কৃতিক রঙিন উৎসব

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
বাংলাদেশ শিল্পকলা একাডেমি

বাংলাদেশ শিল্পকলা একাডেমি নতুন বছরকে কেন্দ্র করে দেশজুড়ে বিস্তৃত সাংস্কৃতিক আয়োজনের ঘোষণা দিয়েছে। জানুয়ারি মাসজুড়ে ‘তারুণ্যের উৎসব’ শিরোনামে এই অনুষ্ঠানমালা সারা দেশে জেলা, বিভাগ এবং কেন্দ্রীয় পর্যায়ে পালিত হবে। একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমি প্রাঙ্গণে আয়োজিত হবে ‘জাতীয় পিঠা উৎসব’। ১ জানুয়ারি সিরাজগঞ্জে তিন দিনব্যাপী লোকনাট্য উৎসবের মাধ্যমে বছরের কর্মসূচি শুরু হবে। জানুয়ারি মাসজুড়ে দেশের ১৪টি জেলায় লোকনাট্য উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে।

ভাস্কর্য ও চারুকলার প্রদর্শনী ষষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী: চলবে ২০ জানুয়ারি পর্যন্ত, ২০২৪: ঐ নূতনের কেতন ওড়ে শিরোনামে পোস্টার, পেইন্টিং, আলোকচিত্র ও ভিডিও চিত্র প্রদর্শনী চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘ভাস্কর্য: আধুনিকতার প্রাথমিক পর্ব ও নভেরার উত্থান’ শীর্ষক ভাববিনিময় সভা।

১১ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এটি রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে এবং শিল্পকলা একাডেমির সহযোগিতায় আয়োজিত হবে।

চীনা দূতাবাসের আয়োজনে ‘অপেরা শো’ ঢাকায় ২১ জানুয়ারি এবং চট্টগ্রামে ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। অপেরা দলটি ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগও পরিদর্শন করবে।

‘শিল্পের পথচলায় বৈষম্যহীন নাট্যযাত্রা’ কর্মসূচির আওতায় কুমিল্লা, মুন্সিগঞ্জ, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও ও যশোরে নাটক মঞ্চায়িত হবে। গাজীপুরে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘গণ-অভ্যুত্থানের গান (শ্রমিক–জনতা বাহাস)’। ২৯ থেকে ৩১ জানুয়ারি ৫০টি জেলা শহরে আয়োজন করা হবে ‘আমাদের রক্তে টগবগ দুলছে, মুক্তির রিক্ত তারুণ্যে’ শীর্ষক নৃত্যানুষ্ঠান।

৯ জানুয়ারি ঢাকায় ‘বিস্ময়ের অভিযাত্রী, কাননে কোকিল’ শিরোনামে বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীদের জন্য একটি বিশেষ অনুষ্ঠান আয়োজিত হবে।

২, ৯, ১৬ ও ২৩ জানুয়ারি ‘নতুন বাংলাদেশ: পথ কোথায়?’ শিরোনামে সাপ্তাহিক বাহাস সিরিজ আয়োজন করা হবে। ২৪ জানুয়ারি ‘প্রস্তাবিত রিসার্চ কনজারভেটরির সম্ভাব্য গবেষণার বিষয় নিয়ে প্রাথমিক তালিকা প্রকাশ ও জনমত জরিপ’ কার্যক্রম পরিচালিত হবে।

৫ জানুয়ারি ‘৬৪ জেলায় প্রযোজনাভিত্তিক নাট্য কর্মশালার প্রশিক্ষকদের ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত হবে। ৭ জানুয়ারি ঢাকায় দেবাশিস চক্রবর্তীর ‘পোস্টারে জুলাই অভ্যুত্থান’ মাল্টিমিডিয়া ইন্টারঅ্যাকটিভ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

২১ জানুয়ারি শেরপুরের ঝিনাইগাতীতে কোচ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘বিহু উৎসব’। ২৫ থেকে ২৮ জানুয়ারি রাজশাহীর গোদাগাড়ীতে ‘আদিবাসী আলপনাচিত্র ও সাংস্কৃতিক উৎসব’।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই কর্মসূচি নতুন বছরে দেশের শিল্প-সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা করছে। এই আয়োজন শিল্পী, সংস্কৃতি প্রেমী ও সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করবে বলে আশা করা যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট