1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শাবনূর এক সময়ের ঢালিউড রাণী, এখন নতুন বাস্তবতায় - RT BD NEWS
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
“কাচারী শাহী ঈদগাহ মাঠ” ফের সংরক্ষণের অনুরোধ: ঐতিহ্য, ধর্ম এবং মানবিক আবেগের আহ্বান সিলেট টেস্টের শুরুতেই ধাক্কা, শান্ত-মুমিনুলের ব্যাটে বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগে ঘুষ বাণিজ্য ও বিলাসী জীবনের ইতি টানছে ‘হোয়াইট বাবু’র দিন দেওয়ানগঞ্জে গাছ কাটার সময় পড়ে শ্রমিকের মৃত্যু বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত নকশা লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা: রাজউক চেয়ারম্যান নারী বিশ্বকাপে বাংলাদেশ! নেট রানরেটের জোরে বাদ পড়ল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ-ভিয়েতনাম G2G চুক্তির আওতায় সাড়ে ১২ হাজার মেট্রিক টন চাল পৌঁছেছে কুয়েটে উপাচার্যের প্রতীকী গদি জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ বাংলাদেশের বর্তমান নেতৃত্বের ‘ভারত-বিরোধী কৌশল’ নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি, বাড়ছে অর্থনৈতিক চাপ

শাবনূর এক সময়ের ঢালিউড রাণী, এখন নতুন বাস্তবতায়

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
শাবনূর

ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়াতে বাস করছেন এবং অভিনয়ের সঙ্গেও তেমন যুক্ত নেই। তবে গত বছর হঠাৎ করেই দেশে ফিরে তিনটি সিনেমায় কাজ করার ঘোষণা দেন তিনি, কিন্তু এরপর আবারও ফিরে যান অস্ট্রেলিয়ায়। যদিও সিনেমার পর্দায় তাকে দেখা না গেলেও, সোশ্যাল মিডিয়ার বদৌলতে শাবনূর ভক্তদের মাঝে বেশ জনপ্রিয়।

সম্প্রতি, শাবনূর তার নতুন রূপে ফেসবুকে হাজির হয়ে ভক্তদের সামনে কয়েকটি ছবি প্রকাশ করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “নতুন বাস্তবতাকে আলিঙ্গন করে হাসিমুখে সামনে এগিয়ে যাওয়া।” তবে, এই ছবি প্রকাশের পর তার কিছু ভক্ত খুশি হতে পারেননি।

বিভিন্ন মন্তব্যে তারা তার পোশাকের খোলামেলা অবতারে হতাশা প্রকাশ করেছেন। একজন ভক্ত, মুহিবুর রহমান, তার মন্তব্যে লেখেন, “তুমি ভুলে গেছো যে তুমি বাংলার রাণী। তোমার পোশাক বেমানান লাগে। মাঝে মাঝে শাড়ি পরো, সৌখিনভাবে ক্যামেরার সামনে আসবে।” অন্য একজন, সানজিদা ইসলাম, তার হতাশা প্রকাশ করে বলেন, “আমি শাবনূরের বড় ভক্ত, কিন্তু আজ তার এমন ছবি দেখে হতাশ হয়েছি। আপনি এমন পোশাক পরবেন না, আপনার ভক্তদের কষ্ট দেবেন না।”

১৯৯৩ সালে, নির্মাতা এহতেশামের পরিচালনায় ‘চাঁদনী রাতে’ ছবির মাধ্যমে শাবনূর ঢালিউডে পদার্পণ করেন। এরপর তার ক্যারিয়ার একে একে সুপারহিট সিনেমা উপহার দিয়েছে দর্শকদের, যার মধ্যে রয়েছে ‘স্বপ্নের ঠিকানা’, ‘প্রেমের তাজমহল’, ‘আমার প্রাণের স্বামী’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘ভালোবাসি তোমাকে’, ‘আনন্দ অশ্রু’, ‘বউ–শাশুড়ির যুদ্ধ’, ‘হৃদয়ের বন্ধন’ ও ‘মোল্লাবাড়ীর বউ’সহ আরও অনেক ব্যবসাসফল সিনেমা।

শাবনূর এবং প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের জনপ্রিয় জুটি এখনও দর্শকদের হৃদয়ে অম্লান। দীর্ঘ ৩১ বছরের অভিনয়জীবনে তিনি অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। যদিও বর্তমানে সিনেমার পর্দায় দেখা না মিললেও, শাবনূর নিজের জীবনের নতুন বাস্তবতায় হাসিমুখে এগিয়ে যাচ্ছেন এবং সোশ্যাল মিডিয়ায় তার ভক্তদের সঙ্গে যুক্ত হচ্ছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট