দিনাজপুরের কাহারোলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান। গতকাল ২৩ জানুয়ারী’২০২৫ রোজ বৃহস্পতিবার কাহারোল উপজেলার রামচন্দ্রপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে দুপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রামচন্দ্রপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহনেওয়াজ এর সভাপতিত্বে পুরস্কার বিতরনী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভার প্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউল ইসলাম, কাহারোল উপজেলা বিএনপির সাধারন সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, অধ্যক্ষ মোছাম্মদ আনজুমানয়ারা বেগম, প্রধান শিক্ষক মোঃ আসরাফ আলী ও মোঃ মাহবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।