মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু, তারপর স্টার কিডদের ভিড়ে বলিউডে নিজের জায়গা তৈরি করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু শুধু বলিউডেই আটকে থাকেননি, পা বাড়িয়েছিলেন হলিউডেও। আর সেখানেও গড়ে তুলেছেন এক শক্ত অবস্থান। তবে তার এই পথচলা কখনোই সহজ ছিল না!
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে প্রকাশ করেছে এক পুরোনো সাক্ষাৎকার, যেখানে বলিউডের অন্ধকার দিক তুলে ধরেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কাস্টিং কাউচ ও ক্ষমতার অপব্যবহার সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছিলেন এই আন্তর্জাতিক তারকা।
প্রিয়াঙ্কা চোপড়া স্পষ্টভাবে বলেছিলেন, “বলিউডে শুধু নারীরাই নন, পুরুষরাও যৌন হেনস্তার শিকার হন। কিছু নিম্নমানের মানুষ সদ্য ইন্ডাস্ট্রিতে আসা প্রতিভাবানদের সুযোগ নিতে চায়। তবে বড় নির্মাতা ও প্রযোজকরা এসব কাজে যুক্ত নন। আমি খুবই ভাগ্যবান, সবসময় ভালো মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি।”
যৌন হেনস্তার শিকার না হলেও, ক্ষমতার অপব্যবহারের সম্মুখীন হয়েছেন বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, “আমি একটা ছবিতে সাইন করার পর হঠাৎ জানতে পারলাম, আমাকে বাদ দেওয়া হয়েছে! কারণ, কোনো একজন তার প্রেমিকাকে ছবিতে আনতে সুপারিশ করেছিলেন।”
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “এটা তো ক্ষমতার অপব্যবহারই! সে প্রেমিকা অভিনেতার হোক বা পরিচালকের।”
প্রিয়াঙ্কা জানান, তার ব্যক্তিত্বই তাকে এসব সমস্যা থেকে দূরে রেখেছে। তিনি বলেন, “আমি খুবই উদ্ধত প্রকৃতির, আর লোকজন আমাকে একটু ভয় পায়। আমি যখন কোথাও প্রবেশ করি, চেষ্টা করি যেন কেউ কিছু বলতে না পারে।”
প্রিয়াঙ্কার এই মন্তব্য বলিউডের ভেতরকার বাস্তবতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বলিউডে প্রতিভার লড়াই কতটা কঠিন, সেই ইঙ্গিতই যেন মিলল তার এই অকপট স্বীকারোক্তিতে!