1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শিলাইদহ কুঠিবাড়ির তরবারি চুরির আট বছর পরও তালাবদ্ধ ২০১ নম্বর কক্ষ - RT BD NEWS
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেওয়ানগঞ্জে গাছ কাটার সময় পড়ে শ্রমিকের মৃত্যু বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত নকশা লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা: রাজউক চেয়ারম্যান নারী বিশ্বকাপে বাংলাদেশ! নেট রানরেটের জোরে বাদ পড়ল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ-ভিয়েতনাম G2G চুক্তির আওতায় সাড়ে ১২ হাজার মেট্রিক টন চাল পৌঁছেছে কুয়েটে উপাচার্যের প্রতীকী গদি জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ বাংলাদেশের বর্তমান নেতৃত্বের ‘ভারত-বিরোধী কৌশল’ নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি, বাড়ছে অর্থনৈতিক চাপ গাজায় ফের ইসরায়েলি হামলা: দুই দিনে নিহত ৯২ ফিলিস্তিনি, যুদ্ধবিরতির নতুন প্রস্তাব পর্যালোচনায় হামাস আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে মা নিজে দুই শিশু সন্তানকে বঁটি দিয়ে নির্মম হত্যা করেছেন

শিলাইদহ কুঠিবাড়ির তরবারি চুরির আট বছর পরও তালাবদ্ধ ২০১ নম্বর কক্ষ

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
শিলাইদহ কুঠিবাড়ি

কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য কুঠিবাড়ির ২০১ নম্বর কক্ষটি রহস্যজনক তরবারি চুরির ঘটনায় মামলা নিষ্পত্তি সত্ত্বেও টানা আট বছর ধরে সিলগালা অবস্থায় রয়েছে। এতে পর্যটক ও রবীন্দ্র-অনুরাগীরা অসন্তোষ প্রকাশ করেছেন।

২০১৬ সালের ৩০ মার্চ কুঠিবাড়ির দোতলার ২০১ নম্বর কক্ষের আলমারিতে রক্ষিত পাঁচটি তরবারির মধ্যে ১৮ ইঞ্চি লম্বা দুইটি তরবারি চুরি হয়। ঘটনাটি সিসি ক্যামেরা ও নিরাপত্তার নজরদারি এড়িয়ে ঘটলেও পুলিশ এখনো পর্যন্ত তরবারিগুলো উদ্ধার করতে পারেনি।

চুরি যাওয়ার পর কুমারখালী থানায় মামলা হলে ২০১৮ সালে পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দাখিল করে। তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর পুলিশের প্রতিবেদনের বিরুদ্ধে না-রাজি পিটিশন দাখিল করলে মামলাটি পুনরায় তদন্তের দায়িত্ব সিআইডিকে দেওয়া হয়।

পরবর্তীতে সিআইডি পুলিশও কুমারখালী থানার তদন্ত প্রতিবেদনকে সঠিক বলে আদালতে দাখিল করে। এরপর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তৎকালীন কাস্টোডিয়ান মো. মখলেছুর রহমান কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে রিভিউ পিটিশন করেন, যা ২০২২ সালে আদালত খারিজ করে দেয়।

দফায় দফায় তদন্ত ও রিভিউ পিটিশন খারিজের পর মামলাটি উচ্চ আদালতে আর এগোয়নি। তবে মামলার নিষ্পত্তির পরও ২০১ নম্বর কক্ষটি এখনও তালাবদ্ধ ও সিলগালা অবস্থায় রয়েছে, এবং দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কুঠিবাড়ির কাস্টোডিয়ান আল-আমিন জানান, চুরি-সংক্রান্ত মামলাটি আদালতে খারিজ হয়ে যাওয়ার পর উচ্চ আদালতে নেওয়া হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কক্ষটি এখনও তালাবদ্ধ রাখা হয়েছে।

দর্শনার্থী গোলাম সরওয়ার বলেন, “কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুঠিবাড়িতে রাখা তরবারি চুরির ঘটনা চরম মর্যদাহানিকর। এত বছর পরও তরবারিগুলো উদ্ধার হয়নি বা দোষীদের শাস্তির আওতায় আনা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।”

স্থানীয়রা মনে করেন, মামলাটি পুনঃতদন্ত করা হলে তরবারি চুরি ঘটনার ক্লু উদ্ধারসহ জড়িতদের চিহ্নিত করা সম্ভব হবে।

চুরি ঘটনার পর প্রত্নতত্ত্ব অধিদপ্তর ঘটনাস্থল পরিদর্শন করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছিল। তবে তদন্ত কমিটির প্রতিবেদনের পরও চুরির রহস্য উদঘাটন হয়নি, এবং মামলাটি আলোর মুখ দেখেনি।

উল্লেখ্য, ২০১৬ সালে কুঠিবাড়ির কড়া নিরাপত্তা বলয় ভেদ করে নাটকীয়ভাবে তরবারি চুরির ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, আবারও পুনঃতদন্তের উদ্যোগ নেওয়া হলে এই রহস্যজনক চুরির সমাধান ও দায়ীদের বিচারের আওতায় আনা সম্ভব হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট