রাজধানীর ধানমন্ডিতে কাজের বুয়া সেজে বাসায় ঢুকে খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে বাসার লোকজনকে অচেতন করে স্বর্ণালংকার ও টাকা চুরির অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নারীর নাম শেফালী বেগম। বুধবার (৫ ফেব্রুয়ারি) ধানমন্ডি মডেল থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, ধানমন্ডির এক বাসায় রোকসানা নামে ভুয়া পরিচয় দিয়ে কাজ নেয় শেফালী বেগম। পরে বাসার মালিকের খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে তাকে অচেতন করে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে পালিয়ে যান।
এ ঘটনায় গত ১৯ জানুয়ারি ভুক্তভোগী থানায় মামলা করেন। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে শেফালী বেগম স্বীকার করেন যে, তিনি কাজের বুয়ার ছদ্মবেশে বিভিন্ন বাসায় চুরি করতেন। তিনি একটি কম্পিউটারের দোকান থেকে নকল পরিচয়পত্র তৈরি করে রোকসানা নামে বিভিন্ন বাসায় কাজ নিতেন।
পুলিশ আরও জানায়, ঢাকায় চুরির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে টঙ্গীতে বিলাসী জীবনযাপন করতেন তিনি। ‘স্বপ্নবিলাস’ নামে তার একটি কোটিপতি সমবায় সমিতি রয়েছে।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে নগদ ৩ লাখ ৪৩ হাজার টাকা, ১টি গলার মুক্তার হার, ৯টি মোবাইল ফোন এবং চেতনানাশক ট্যাবলেট উদ্ধার করা হয়।
রমনা জোনের ডিসি মাসুদ আলম জানান, শেফালী দীর্ঘদিন ধরে ঢাকার অভিজাত এলাকায় একই কৌশলে চুরি করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।