1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
মাদারগঞ্জে ফাঁস হওয়া অডিওতে ছাত্রদল নেতার চাঁদা দাবির অভিযোগ - RT BD NEWS
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট টেস্টের প্রথম দিন দুঃস্বপ্ন বাংলাদেশের, চালকের আসনে জিম্বাবুয়ে ‘আর্থনা সামিট-২০২৫’–এ যোগ দিতে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কাহারোলে ওপেন হাউস ডে অনুষ্ঠিত: নারী ও শিশু নির্যাতনসহ সামাজিক অপরাধ রোধে সচেতনতামূলক উদ্যোগ নাইজেরিয়ার বেনু রাজ্যে বন্দুকধারীদের হামলায় এক রাতে নিহত ৫৬ চীনের দুটি বিশ্বমানের হাসপাতালের সঙ্গে ঢাকা মেডিকেলের চুক্তি স্বাক্ষর ঝিনাইদহে জমি বিরোধের জেরে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও লুটপাট ঈদে যানজট ও বিদ্যুৎ বিভ্রাট না হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন রাজশাহীতে মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ১৩৮.২০ মিলিয়ন ডলারের সহায়তা করবে চীন

মাদারগঞ্জে ফাঁস হওয়া অডিওতে ছাত্রদল নেতার চাঁদা দাবির অভিযোগ

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম খান
মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম খান

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম খানের কণ্ঠসদৃশ কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৫ মিনিট ১৫ সেকেন্ডের অডিওতে ইউনিয়ন যুবলীগের রাজনীতিতে জড়িত উপজেলা শহরের এক ব্যবসায়ীর কাছ থেকে তাঁকে দুই লাখ টাকা চাঁদা দাবি করতে শোনা যায়। আজ বুধবার সকালে অডিওটি ফেসবুক ও মেসেঞ্জারে ছড়িয়ে পড়ে।

ওই ব্যবসায়ীর নাম মো. মনোহর। তিনি উপজেলার বালিজুড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সদস্য ও উপজেলা শহরের মুঠোফোন ব্যবসায়ী। ৫ আগস্ট পটপরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে।

মুঠোফোন বন্ধ থাকায় কথোপকথনে চাঁদা দাবির বিষয়ে ওই ব্যবসায়ীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। প্রথম আলোর পক্ষ থেকে অডিওটি যাচাই করাও সম্ভব হয়নি।

ছড়িয়ে পড়া অডিওতে ছাত্রদল নেতার কণ্ঠসদৃশ ব্যক্তিকে ব্যবসায়ীর উদ্দেশে বলতে শোনা যায়, ‘তুমি যদি মেল হও, তাহলে তুমি মদ্দা মানুষের মতো বুক ফুলিয়ে চলবা। যেদিক মন চাই, সেই দিক যাবা। তুমাক নিয়ে থানাত যামু, এসপি অফিস যামু, ডিবি অফিস যামু। ব্যাক (সব) মিলতাল করমু। তুমি সম্ভবত আমাক চিনো না। হয়তো আমার সম্পর্কে আইডিয়া নাই। মাদারগঞ্জের আন্ডারগ্রাউন্ডটা আমিই নিয়ন্ত্রণ করি।’

এ সময় ব্যবসায়ী ওই নেতার নাম জানতে চাইলে তিনি বলেন, ‘নাম? সাক্ষাতে কথা হবে। আর দুই (দুই লাখ টাকা) কালকে সকালবেলায় দিয়ে দিবা। শুনো, এখানে কোনো কথা হবে না, কোনো প্যাঁচাল হবে না, সাক্ষাতে এসে ডাইরেক্ট দিয়ে দিবা। তুমি তোমার সুবিধামতো জায়গায় থাকবা, আমাক ফোন দিবা। আমি যামু, সাক্ষাতে চা খামু, কথা কমু।’

এ সময় ব্যবসায়ী কথা বলতে উদ্যত হলে থামিয়ে দিয়ে ওই ব্যক্তি বলেন, ‘শুনো, আর কোনো কথা বলবা না। তুমি তো বুঝছ, তোমাকে আমি কোনডা থেকে কী করবার পারছি? ৫০০ পোলাপানের মধ্য থেকে তোমাকে আমি কিন্তু ছোঁ মেরে নিয়ে এসে পড়ছি। তখন কেউ কথা কইবার পারছে?’ এ সময় ব্যবসায়ী বলেন, ‘তা ঠিক আছে। সেটা আমি স্বীকার করি।’ ছাত্রদল নেতা বলেন, ‘তাহলে? উনতি (ওখানে) কত বড় বড় নেতারা আছিল। আমার কাছে ওল্লের (ওদের)…টাইম নাই। শুনো, সাক্ষাতে কথা হবো, পরে চিনবা। বিভিন্ন জায়গা থেকে খোঁজ নিবা। আমি কিন্তু কারোরে হিসাব করি না, ওল্লের টাইম নাই। আমি আমার মতো চলি আগে থেকেই।’

এরপর ছাত্রদল নেতা বলেন, ‘আরেকটা কথা মনে রাইখ, দু-এক দিনের মধ্যে আরও একজনকে ফুল টাইম বিছানায় ফালায়ে দিমু। এটা মনে রেখো, দেখবা এবং শুনবাই।’ এ সময় ব্যবসায়ীকে বলতে শোনা যায়, ‘ভাইজান, কালকে আল্লাহ যদি বাঁচায়ে না রাখে, তাহলে তো সমস্যা। আমার এক জায়গায় পিটুনি দিছে। ভাই, কিডনির সাইডে।’ এরপর ছাত্রদল নেতা বলেন, ‘চিকিৎসা করাবাম। ঢাকাত বড় চিকিৎসক আছে। একদম ফ্রি চিকিৎসা করাই দিমু। সমস্যা নাই।’

কথোপকথনের শেষের দিকে ব্যবসায়ীর উদ্দেশে ওই ব্যক্তি বলেন, ‘তাহলে এক. কথা সাক্ষাতে হবে, দুই. কালকে (চাঁদা) রেডি কইরা দিয়া দিবা। এর আগে আওয়ামী লীগের আমলে যা করছ, তা-তো করছই। এখন থেকে বেশি করে করবা। ঠিক আছে না, দুই ভাই…ভরে সবকিছু করমু। তাহলে কালকে ১০টা–১১টার দিকে ফোন দিয়ো। তোমাদের ওখানে সাইট আছে, আমি যামু, ফোন দিয়ো।’ শেষে ছাত্রদল নেতা বলেন, ‘তুমি, আমি, আল্লাহ—তিনজনের বাইরে চারজন যেন এসব না জানে। না হলে কিন্তু একদম কাউন্টার অ্যাটাক হবে।’

জানতে চাইলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম খান মুঠোফোনে ফেস দা জামালপুরকে বলেন, ‘মাদারগঞ্জে গ্রুপিং রাজনীতি চলে। অডিওটি আমিও শুনেছি। ওই কণ্ঠ আমার না। গ্রুপিংয়ের কারণে ফেসবুকে আমার ছবি ব্যবহার করে পোস্ট দেওয়া হয়েছে। এ ঘটনায় আমি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করছি।’

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও না ধরায় বক্তব্য পাওয়া যায়নি।

জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. মোশারফ সিদ্দিকী ফেস দা জামালপুরকে বলেন, ‘অডিওটি আমি কিছুক্ষণ আগেই পেয়েছি। বিষয়টি যাচাই-বাছাই করা হবে। তারপর যদি ওই ঘটনার সত্যতা পাওয়া যায়, তাহলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট