নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ২-৩শ লোক মিছিল সহকারে দেলোয়ার হোসেনের বাড়িতে গিয়ে হামলা চালায়। হামলাকারীদের অনেকের হাতেই হাতুড়ি ও হ্যামার দেখা যায়। আলাদা দলবদ্ধ হয়ে তারা ব্যাপক ভাঙচুর চালায়।
খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা ৭টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। এরপর আড়াইহাজার থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা দ্রুত স্থান ত্যাগ করে।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে।