ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাই পার করে তিনি এখন অভিনয়ে নিয়মিত হওয়ার পাশাপাশি বিভিন্ন ইভেন্টেও অংশ নিচ্ছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়ে সাংবাদিকদের সঙ্গে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে কথা বলেন তিনি।
ব্যক্তিগত জীবন সম্পর্কে কথা বলতে গিয়ে প্রভা বলেন, “নিজেকে এক্সপোজ করতে পছন্দ করি না। কোথায় যাচ্ছি, কী করছি, কী খাচ্ছি—এসব শেয়ার করা এখন ভালো লাগে না। একটা সময় যখন প্রথম ইনস্টাগ্রাম খুলেছিলাম, তখন এক্সাইটমেন্ট কাজ করত। কোথাও গেলে বা সকালবেলা উঠে কফি খেলে স্টোরি দিতাম। কিন্তু এখন লো লাইফ উপভোগ করছি।”
ভালোবাসা নিয়ে নিজের ভাবনা প্রকাশ করে প্রভা বলেন, “ভালোবাসাটা হচ্ছে যেই মানুষটাকে আমরা ভালোবাসব, সেই মানুষটার জন্য আমার পর্যাপ্ত সম্মান ও বিশ্বাস থাকবে।”
আসন্ন ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) উপলক্ষে তার পরিকল্পনা কী—এমন প্রশ্নের জবাবে প্রভা জানান,
“যখন ভালোবাসা দিবস পালন করতে ইচ্ছে করে, তখন করি। আবার যখন ফাল্গুন পালন করতে ইচ্ছে করে, তখন ফাল্গুন। বাংলা একাডেমি ১৩ ফেব্রুয়ারি (পয়লা ফাল্গুন) ও ১৪ ফেব্রুয়ারি (ভালোবাসা দিবস) এক করে ফেলেছে। এখন এটা যার যার সিদ্ধান্ত, কে কোনটা বেছে নেবে।”
তবে ফাল্গুন নাকি ভালোবাসা দিবস—কোনটি তিনি বেছে নেবেন এমন প্রশ্নে প্রভা বলেন, “আমার প্ল্যান শুধু ফাল্গুন নিয়ে। আমি খুশি যে, ভালোবাসা দিবস আর ফাল্গুন একই দিনে। কারণ, লালের চেয়ে আমার বাসন্তী রঙ বেশি পছন্দ।”
উল্লেখ্য, সংশোধিত বাংলা বর্ষপঞ্জি অনুসারে, ১লা ফাল্গুন এখন ১৪ ফেব্রুয়ারির সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে। আগে বসন্তের প্রথম দিন ১৩ ফেব্রুয়ারি পালিত হতো, তবে বর্তমানে এটি ১৪ ফেব্রুয়ারিতে পালিত হয়, ফলে ভালোবাসা দিবস ও বসন্ত উৎসব এখন একই দিনে উদযাপিত হয়।