1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
টানটান উত্তেজনার ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে শ্রীলঙ্কা - RT BD NEWS
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেওয়ানগঞ্জে গাছ কাটার সময় পড়ে শ্রমিকের মৃত্যু বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত নকশা লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা: রাজউক চেয়ারম্যান নারী বিশ্বকাপে বাংলাদেশ! নেট রানরেটের জোরে বাদ পড়ল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ-ভিয়েতনাম G2G চুক্তির আওতায় সাড়ে ১২ হাজার মেট্রিক টন চাল পৌঁছেছে কুয়েটে উপাচার্যের প্রতীকী গদি জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ বাংলাদেশের বর্তমান নেতৃত্বের ‘ভারত-বিরোধী কৌশল’ নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি, বাড়ছে অর্থনৈতিক চাপ গাজায় ফের ইসরায়েলি হামলা: দুই দিনে নিহত ৯২ ফিলিস্তিনি, যুদ্ধবিরতির নতুন প্রস্তাব পর্যালোচনায় হামাস আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে মা নিজে দুই শিশু সন্তানকে বঁটি দিয়ে নির্মম হত্যা করেছেন

টানটান উত্তেজনার ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে শ্রীলঙ্কা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
টানটান উত্তেজনার ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে শ্রীলঙ্কা

ওয়ানডে ফরম্যাটে যেখানে ৩০০ রানও নিরাপদ নয়, সেখানে মাত্র ২১৪ রানের সংগ্রহ নিয়েও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে শ্রীলঙ্কা প্রমাণ করল ক্রিকেটে ব্যাটিং নয়, বোলিংও ম্যাচ জিতিয়ে দিতে পারে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৪৯ রানের জয় তুলে নিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

প্রেমাদাসার মন্থর উইকেটে প্রথমে ব্যাট করতে নেমে ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। ১৩৫ রানে অষ্টম উইকেট হারানোর পর ১৫০ রানের গণ্ডি পার করাই কঠিন মনে হচ্ছিল। কিন্তু অধিনায়ক চারিত আসালাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরিতে দলীয় সংগ্রহ পৌঁছে যায় ২১৪ রানে।

ব্যাটিংয়ে আসালাঙ্কার একক পারফরম্যান্স কতটা গুরুত্বপূর্ণ ছিল, তা বোঝা যায় দলের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহকের স্কোর দেখে। তিনি একাই ১৪ চার ও ৫ ছক্কায় ১২৭ রান করেন, যেখানে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান আসে দুনিত ভেল্লালাগের ব্যাট থেকে। দুজনের ব্যবধান ৯৭ রান!

ষষ্ঠ উইকেটে আসালাঙ্কা-ভেল্লালাগের ৬৭ রানের জুটি কিছুটা প্রতিরোধ গড়ে তোলে। তবে নবম উইকেটে ঈশান মালিঙ্গার সঙ্গে ৭৯ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এই ৭৯ রানের মধ্যে ৭৭ রানই আসে আসালাঙ্কার ব্যাট থেকে—যা তাকে একক নায়ক করে তোলে।

মাত্র ২১৪ রানের টার্গেট অস্ট্রেলিয়ার জন্য সহজ হওয়ার কথা ছিল। কিন্তু শুরুতেই তারা পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে। স্টিভেন স্মিথ, যিনি এই ম্যাচের আগে চ্যাম্পিয়নস ট্রফির অধিনায়ক হিসেবে ঘোষিত হন, তিনিও দ্রুত ফিরে যান।

লাবুশেন-ক্যারির ৫২ রানের জুটিতে একসময় ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় সফরকারীরা। তবে ১৮তম ওভারে মহীশ তিকশানা লাবুশেনকে এলবিডব্লিউ করতেই শ্রীলঙ্কার জয় নিশ্চিত হয়ে যায়। এরপর ক্যারি টিকতে পারেননি এবং মিডল অর্ডারের শেষ ব্যাটারদের চেষ্টাও হারের ব্যবধান কমানোর বাইরে কিছু করতে পারেনি।

লোয়ার মিডল ও লোয়ার অর্ডারের হার্ডি (৩২), অ্যাবট (২০) ও জাম্পার (২০)* কিছুটা লড়াই করলেও অস্ট্রেলিয়ার ইনিংস ৩৩.৫ ওভারে ১৬৫ রানে গুটিয়ে যায়।

শ্রীলঙ্কার জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন মহীশ তিকশানা। তার বিষাক্ত স্পিনে ৪০ রানে ৪ উইকেট শিকার করেন তিনি।
✅ ম্যাচ সেরা বোলার: তিকশানা (৪/৪০)
✅ সহায়তা করেন: আসিতা ফার্নান্ডো (২/২৩) ও দুনিত ভেল্লালাগে (২/৩৩)।

✅ ১২৭ রান (১৪ চার, ৫ ছক্কা)
✅ গোল্ডেন আর্ম হয়ে ক্যারির উইকেট
✅ স্মার্ট অধিনায়কত্ব

অস্ট্রেলিয়া হারের পর আফসোস করতেই পারে—তাদের কেউই আসালাঙ্কার মতো একক পারফরম্যান্স দিতে পারেননি।

শ্রীলঙ্কা এখন সিরিজে ১-০ তে এগিয়ে। আগামী শুক্রবার প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। সেখানে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াতে পারবে, নাকি শ্রীলঙ্কা সিরিজ নিশ্চিত করবে—এটাই এখন দেখার বিষয়।

✅ শ্রীলঙ্কা: ৪৬ ওভারে ২১৪ অলআউট
(আসালঙ্কা ১২৭, ভেল্লালাগে ৩০; অ্যাবট ৩/৬১, হার্ডি ২/১৩)

✅ অস্ট্রেলিয়া: ৩৩.৫ ওভারে ১৬৫ অলআউট
(ক্যারি ৪১, হার্ডি ৩২; তিকশানা ৪/৪০, আসিতা ২/২৩, ভেল্লালাগে ২/৩৩)

✅ ফল: শ্রীলঙ্কা ৪৯ রানে জয়ী।
✅ ম্যান অব দ্য ম্যাচ: চারিত আসালাঙ্কা।
✅ সিরিজ: শ্রীলঙ্কা ১-০ ব্যবধানে এগিয়ে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট