1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
বিএনপির জনসভায় সেলিমা রহমান: জাতীয় নির্বাচনের আগে অন্য নির্বাচন হতে দেওয়া হবে না - RT BD NEWS
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন রাজশাহীতে মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ১৩৮.২০ মিলিয়ন ডলারের সহায়তা করবে চীন “কাচারী শাহী ঈদগাহ মাঠ” ফের সংরক্ষণের অনুরোধ: ঐতিহ্য, ধর্ম এবং মানবিক আবেগের আহ্বান সিলেট টেস্টের শুরুতেই ধাক্কা, শান্ত-মুমিনুলের ব্যাটে বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগে ঘুষ বাণিজ্য ও বিলাসী জীবনের ইতি টানছে ‘হোয়াইট বাবু’র দিন দেওয়ানগঞ্জে গাছ কাটার সময় পড়ে শ্রমিকের মৃত্যু বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত নকশা লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা: রাজউক চেয়ারম্যান নারী বিশ্বকাপে বাংলাদেশ! নেট রানরেটের জোরে বাদ পড়ল ওয়েস্ট ইন্ডিজ

বিএনপির জনসভায় সেলিমা রহমান: জাতীয় নির্বাচনের আগে অন্য নির্বাচন হতে দেওয়া হবে না

মাদারীপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, “নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। কেউ বলছে সংস্কার, কেউ বলছে স্থানীয় সরকার নির্বাচন, আবার কেউ জাতীয় নির্বাচনের কথা বলছে। কিন্তু জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন বিএনপি হতে দেবে না।”

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মাদারীপুর শহরের শকুনী লেকেরপাড় স্বাধীনতা অঙ্গনে জেলা বিএনপির আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। এই জনসভা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবি, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক রোডম্যাপ ঘোষণার দাবি এবং রাষ্ট্রে ফ্যাসিবাদবিরোধী চক্রান্ত মোকাবিলার দাবিতে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান আরও বলেন, “জাতীয় নির্বাচন হলে দেশের বর্তমান বিশৃঙ্খল অবস্থা দূর হয়ে সুশাসন প্রতিষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, জবাবদিহিতা আসবে এবং জনগণ আস্থা ফিরে পাবে।”

তিনি আরও বলেন, “মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতা তারেক রহমানকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। গত ১৬ বছর ধরে শেখ হাসিনা সরকার বিএনপি নেতাকর্মীদের ওপর নির্মম অত্যাচার চালিয়ে আসছে। বহু মানুষকে হত্যা করা হয়েছে। এই খুনিদের বিচার হতে হবে।”

সেলিমা রহমান বলেন, “বিএনপির দলে আওয়ামী লীগের কোনো দোসর যেন স্থান না পায়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।”

বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “বাজার সিন্ডিকেট বন্ধ করতে হবে। জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য রাখতে হবে।”

এই জনসভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দও বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন, শামা ওবায়েদ (সাংগঠনিক সম্পাদক), খোন্দকার মাশুকুর রহমান (সহ-সাংগঠনিক সম্পাদক), সেলিমুজ্জামান সেলিম (সহ-সাংগঠনিক সম্পাদক), হেলেন জেরিন খান (সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক), আনিসুর রহমান তালুকদার খোকন (সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক), কাজী হুমায়ুন কবির (কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য)।

মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. জাফর আলী মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহান্দার আলী জাহানের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন,  জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, জামিনুর রহমান মিঠু ও মিজানুর রহমান মুরাদ,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ,  জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শরীফ মো. মহিউদ্দিন হাফিজ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট