দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী কিছুদিন পরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। তার বিয়ের খবর প্রকাশ্যে আসতেই ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
বেশ কয়েকদিন ধরে নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে তার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে সোমবার (১৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমকে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন মেহজাবীন।
যদিও তিনি ঠিক কবে, কোথায় বিয়ে হচ্ছে, বা কোন অনুষ্ঠান কোথায় হবে সে বিষয়ে কিছু জানাননি। তবে ঘনিষ্ঠজনদের বরাতে জানা গেছে, ২৩ ফেব্রুয়ারি তাদের গায়েহলুদ, ২৪ ফেব্রুয়ারি বিয়ে সম্পন্ন হবে।
বিয়ের খবর প্রকাশের পর থেকেই শোবিজের সহকর্মীরা দাওয়াত পাওয়ার অপেক্ষায় রয়েছেন। অন্যদিকে, ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা অপেক্ষা করছেন প্রিয় তারকার নতুন জীবনের শুভ মুহূর্ত দেখার। তবে মেহজাবীন এখনই কারও প্রত্যাশা পূরণ করতে রাজি নন।
দাওয়াত করলেন, কিন্তু কার বিয়েতে? যদিও সহকর্মী ও ভক্তরা তার বিয়ের দাওয়াত পাওয়ার অপেক্ষায় আছেন, কিন্তু মেহজাবীন এখনই তাদের নিরাশ করেননি! তিনি সবার জন্য দাওয়াতের ঘোষণা দিয়েছেন—কিন্তু তা তার নিজের বিয়ের নয়! এটি মূলত তার নতুন সিনেমা “নীল সুখ”-এর প্রচারণার অংশ।
“নীল সুখ” সিনেমায় মেহজাবীন অভিনয় করেছেন ‘অর্পা’ চরিত্রে। তার বরের চরিত্রে অভিনয় করেছেন ফররুখ আহমেদ রেহান।
১৮ ফেব্রুয়ারি ঢাকার মহাখালী এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনী শুরু হয়েছে। এই উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে সবাইকে দাওয়াত দেন মেহজাবীন।
তিনি লেখেন, “অর্পা আর মারুফের বিয়েতে দাওয়াত সবাইকে। Neel Shukh – নীল সুখ চলছে বিঞ্জ-এ।” ভিকি জাহেদের পরিচালনায় নির্মিত সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম ‘বিঞ্জ’-এ স্ট্রিমিং হচ্ছে।
সম্প্রতি মেহজাবীন ‘প্রিয় মালতী’তে অভিনয় করেছেন এর আগে ‘প্রিয় মালতী’ সিনেমায় অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন মেহজাবীন।
মেহজাবীন চৌধুরীর বাস্তব জীবনের বিয়ে ও সিনেমার বিয়ের খবর একসঙ্গে এসে ভক্তদের দ্বিধায় ফেলে দিয়েছে। তবে নিশ্চিতভাবেই আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি তার জীবনের গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। অন্যদিকে, তার নতুন সিনেমা “নীল সুখ” এখন দর্শকদের মাঝে আলোচনায় রয়েছে। ভক্তদের জন্য এটি আনন্দের দ্বিগুণ উপলক্ষ—একদিকে প্রিয় অভিনেত্রীর বিয়ে, অন্যদিকে তার নতুন সিনেমার মুক্তি।