নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল সহনীয় রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, ফ্যাসিবাদীদের চক্রান্ত মোকাবেলা, রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদীদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে জামালপুর জেলা বিএনপি’র আয়োজনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ের সামনে এ জনসভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জনসভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহুরুল হক শাহাজাদা মিয়া বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে একবারই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে। যারা বলে দ্বিতীয়বার দেশ স্বাধীন করেছে তারা ভুল বলে। গত ৫ই আগষ্ট আমরা আয়না ঘর থেকে মুক্তি পেয়েছি।
তিনি আরো বলেন, জিয়াউর রহমানের ১৯ দফা থেকে সংস্কার সৃষ্টি হয়েছে। এখন তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। ড. ইউনুস সাহেব ৩১ দফার মধ্যেই সব সংস্কার আছে, আপনাকে কিছু করতে হবে না। ৩১ দফা মেনে দেশ পরিচালনা করে দ্রুত নির্বাচন দিয়ে দেন।
জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, বিএনপির জলবায়ূ পরিবর্তন বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল ও জাতীয় নির্বাহি কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবু বক্তব্য রাখেন।
এ ছাড়াও এ সময় বক্তব্য রাখেন, জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার আহসানুজ্জামান রুমেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন ও শফিকুল ইসলাম খান সজিব প্রমুখ।
এ সময় জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।