
ঝিনাইদহের কালীগঞ্জে মাদক সেবনে বাঁধা দেওয়ায় এহিয়ার রহমান নামে এক সাবেক সেনা সদস্যকে কুপিয়ে জখমকরেছে মাদক সেবীরা। গতরবিবার (০২ মার্চ) দুপুরে উপজেলার মালিয়াট ইউনিয়নের রাড়ীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে ।
এ ঘটনায় রোববার ৬ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে পরিবারের পক্ষ থেকে। এজাহারে রাড়ীপাড়া গ্রামের মৃত তমেজ আলীর ছেলে মো: মাসুম (২৮), বাবর আলী মন্ডলের ছেলে আমির আলী (৫৬), মিন্টুর ছেলে রিফাত হোসেন (২২), আমির আলীর স্ত্রী মোছাঃ মঞ্জুরা বেগম (৪৮), মিন্টুর স্ত্রী রিনা বেগম (৩৮), তমেজ আলীর স্ত্রী সমত্ত্বভান (৫৫) কো আসামি করা হয়েছে। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, রবিবার দুপুরে এহিয়ার রহমানের চাচাতো ভাই সিরাজুল ইসলাম মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে আসছিলেন। এসময় আসামীরা সিরাজুল ইসলামের পথে গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। বিষয়টি বুঝতে পেরে এহিয়ার রহমান সেখানে উপস্থিত হয়ে তাদেরকে থামানোর চেষ্টা করে ও চাচাতো ভাই সিরাজুল ইসলামকে সাথে নিয়ে বাড়িতে ফিরছিলেন। এসময় পেছন থেকে তার উপর দেশীয় অস্ত্র, রামদা, হাতুড়ি, চাপাতি লোহার রড দিয়ে কুপিয়ে আহত করে। আসামীরা এলাকায় মাদক সেবনসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ড করে বেড়াই। এহিয়ার রহমান তাদের এই কর্মকান্ডের প্রতিবাদ করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্য হামলা চালায়।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদারের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
Like this:
Like Loading...
Related