1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
পিরোজপুরে অসহায় বৃদ্ধাকে মারধর করে লক্ষাধিক টাকার গহনা ছিনতাই, গ্রেফতার -০১ - RT BD NEWS
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ১৩৮.২০ মিলিয়ন ডলারের সহায়তা করবে চীন “কাচারী শাহী ঈদগাহ মাঠ” ফের সংরক্ষণের অনুরোধ: ঐতিহ্য, ধর্ম এবং মানবিক আবেগের আহ্বান সিলেট টেস্টের শুরুতেই ধাক্কা, শান্ত-মুমিনুলের ব্যাটে বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগে ঘুষ বাণিজ্য ও বিলাসী জীবনের ইতি টানছে ‘হোয়াইট বাবু’র দিন দেওয়ানগঞ্জে গাছ কাটার সময় পড়ে শ্রমিকের মৃত্যু বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত নকশা লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা: রাজউক চেয়ারম্যান নারী বিশ্বকাপে বাংলাদেশ! নেট রানরেটের জোরে বাদ পড়ল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ-ভিয়েতনাম G2G চুক্তির আওতায় সাড়ে ১২ হাজার মেট্রিক টন চাল পৌঁছেছে কুয়েটে উপাচার্যের প্রতীকী গদি জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

পিরোজপুরে অসহায় বৃদ্ধাকে মারধর করে লক্ষাধিক টাকার গহনা ছিনতাই, গ্রেফতার -০১

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
লক্ষাধিক টাকার গহনা ছিনতাই
পিরোজপুর সদর উপজেলার বড় খলিশাখালী গ্রামে পবিত্র কুরআন তেলাওয়াতরত অবস্থায় এক বৃদ্ধার গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আন্তঃ জেলা চোরচক্রের ০১ সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মুকিত হাসান খাঁন বুধবার (৫ মার্চ) দুপুর ১২ টায় পিরোজপুর  সদর থানায় প্রেস বিজ্ঞপ্তি করেন। তিনি জানান মঙ্গলবার (৪ মার্চ) সকাল আনুমানিক  ৯:৩০ টায় বড় খলিশাখালী গ্রামের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মর্জিনা বেগম (৭০) বসতঘরের মাঝের কক্ষে বসে কোরআন তেলাওয়াত করছিলেন। এ সময় একই গ্রামের সুলতান রহমান শেখের পুত্র মোঃ মিলন শেখ (৪০) ঘরে প্রবেশ করে তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
হঠাৎ আক্রমণে বৃদ্ধা হতভম্ব হয়ে চিৎকার শুরু করলে আসামী তার গলা চেপে ধরে এবং মারপিট শুরু করে। একপর্যায়ে আসামী বৃদ্ধার গলায় থাকা ০৫ আনা ওজনের লকেটসহ স্বর্ণের চেইন এবং ০৮ আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের রিং ছিনিয়ে নেয়। যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা।
কানের রিং টান দিয়ে খুলে নেওয়ার সময় বৃদ্ধার ডান কানের লতি ছিঁড়ে  মারাত্মক জখম হয়। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে আসামী দ্রুত পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা মর্জিনা বেগমকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে।
ঘটনার দিনই পিরোজপুর সদর থানায় ভুক্তভোগী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সোবহানের নেতৃত্বে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আসামী মিলন শেখকে তার নিজ বসতঘর থেকে গ্রেফতার করে।
 গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তার লুঙ্গির কোঁচ থেকে চোরাই লকেটসহ ০১টি স্বর্ণের চেইন এবং ০১জোড়া স্বর্ণের কানের রিং উদ্ধার করে জব্দ করা হয়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুস সোবাহান জানান, আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং চোরচক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট