1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বাপেরই জন্ম হলো না, সন্তানের জন্ম হবে কী করে?-রিজভী - RT BD NEWS
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ইতালি প্রবাসী রিন্টুর হত্যা: ছেলেকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন দুর্নীতির অভিযোগে উপদেষ্টা আসিফ মাহমুদও নূরজাহান বেগমের পদত্যাগের দাবি বৈষম্যবিরোধী ঐক্য ফোরাম মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত জামালপুরে ভুয়া সাংবাদিক সেজে স্বামী-স্ত্রীর প্রতারণা: টার্গেটে সরকারি অফিস ও ব্যক্তিরা স্বর্ণ চোরাচালানের দায়ে গ্রেপ্তার কন্নড় অভিনেত্রী রান্যা রাও, জড়িত হাওয়ালা লেনদেনেও পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত বিশ্বমানের হাসপাতাল স্থাপনের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জবাসীর সোচ্চার আন্দোলন মাহমুদুর রহমান ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত খুলনায় সোনালী জুট মিলস্ এর উদ্ধোধন, দুর্নীতি ফলে অধিকাংশ শিল্প প্রতিষ্ঠান বন্ধ পাকিস্তান আন্তর্জাতিক তদন্ত চায় জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলা সম্পর্কে

বাপেরই জন্ম হলো না, সন্তানের জন্ম হবে কী করে?-রিজভী

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তাবের কড়া সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, “বাপেরই জন্ম হলো না, সন্তানের জন্ম হবে কী করে?”

শুক্রবার (৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার ভুবনমোহন পার্কে ‘আমরা বিএনপি পরিবার’-এর আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে এবং বর্তমান সরকার আমলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত ও শহিদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ বক্তব্য দেন।

রিজভী অভিযোগ করেন, বর্তমান সরকার নির্বাচনের বিষয়ে অযথা গড়িমসি করছে। তিনি বলেন, “আইনগুলো আইনিকরণ করতে গেলে তো নির্বাচনী সরকার দরকার। নির্বাচিত সরকার না হলে এটা সম্ভব নয়। আগে জাতীয় সংসদ নির্বাচন দরকার, তারপর স্থানীয় সরকার নির্বাচন। কারণ বাপেরই জন্ম হলো না, সন্তানের জন্ম হবে কী করে?”

রুহুল কবির রিজভী আরও বলেন, “আমাদের চূড়ান্ত গণতন্ত্র এখনও ফিরে আসেনি। ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে কোনো মানুষের মুক্তি মিলবে না। পুলিশকে আইন অনুযায়ী কাজ করতে হবে, কোনো ক্ষমতাশালী ব্যক্তির কথা শুনে গুম, হত্যা বা বেআইনি কাজ করা যাবে না।”

তিনি প্রশ্ন রেখে বলেন, “সংস্কার করতে কতদিন সময় লাগে? বিভিন্ন কমিশন যে রিপোর্ট দিয়েছে, সেটি বাস্তবায়নে দেরি কেন? নির্বাচন তো করবে নির্বাচন কমিশন, সরকার শুধু সহায়তা দেবে। তাহলে নির্বাচন পিছিয়ে দেওয়ার পাঁয়তারা কেন?”

সরকারের মন্ত্রী-উপদেষ্টাদের বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, “কেউ কেউ বলছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা কঠিন হবে। কেন কঠিন হবে? ইতোমধ্যে প্রায় ছয়-সাত মাস পার হয়েছে। এখনও ৯-১০ মাস সময় রয়েছে, তবু নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “এই নির্বাচন তো শেখ হাসিনা ১৫ বছর আটকে রেখেছিলেন। গণতান্ত্রিক প্রতিষ্ঠান, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন। সেখান থেকে ফেরার জন্য এখন পদক্ষেপ নেওয়া দরকার। নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে ডিসেম্বর কেন, জুনের মধ্যেই নির্বাচন করা সম্ভব।”

রিজভী দাবি করেন, “দেড় যুগ ধরে এ দেশের জনগণ ভোট দিতে পারছে না। এখন যদি জাতীয় নির্বাচন নিয়ে গড়িমসি করা হয়, তাহলে জনগণের মনে সন্দেহ জাগবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি।”

তিনি আরও বলেন, “কিছু লোক বলছে, জাতীয় সংসদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন একসঙ্গে করতে হবে। কিন্তু গণপরিষদ তো তখনই হয়, যখন কোনো দেশে সংবিধান থাকে না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গণপরিষদ হয়েছে, কারণ তখন সংবিধান ছিল না। এখন এই নতুন বিতর্ক কেন?”

রুহুল কবির রিজভীর বক্তব্য অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের উদ্যোগ সরকারের দুরভিসন্ধির অংশ। তিনি দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বলেছেন, “গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পুনরুজ্জীবিত করতে হলে আর সময়ক্ষেপণ করা যাবে না।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট