ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর শ্যামলী স্কয়ার এলাকায় এক নারীকে হেনস্তার অভিযোগে মো. রাসেল হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় মতিঝিল এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শ্যামলী স্কয়ার এলাকায় এক যুবক নারীদের উদ্দেশ্যে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করছেন এবং হেনস্তা করছেন। বিষয়টি জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং পুলিশের নজরে আসে। এরপর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার টিম এ বিষয়ে তদন্ত শুরু করে।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিল এলাকা থেকে রাসেল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে অংশ নেয় ডিবির সাইবার ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের একটি বিশেষ দল।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘ভিডিওটি বিশ্লেষণ করে অভিযুক্তের পরিচয় শনাক্ত করা হয়। পরে প্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান চিহ্নিত করে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’
নারী হেনস্তার এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অনেকে অভিযুক্তের দ্রুত আইনি শাস্তির দাবি জানান।
ডিবি জানিয়েছে, গ্রেপ্তারকৃত রাসেল হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পুলিশের নজরদারি আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
রাজধানীতে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিকরা।