1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
তারেক রহমান: শেখ হাসিনার আমলের সব গুম-খুনের বিচার হবে - RT BD NEWS
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় গ্রেপ্তার নিয়ে ডিএমপির নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট রাজনৈতিক দল নিবন্ধনের সময় দুই মাস বাড়াল নির্বাচন কমিশন কাবাডি টেস্ট সিরিজে হারে শুরু বাংলাদেশ নারী দলের, নেপালের বিপক্ষে নেত্রকোনার মদনে ১২ বছরের শিশু দুই মাসের অন্তঃসত্ত্বা, সালিশ বৈঠক থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ স্মৃতিশক্তি ও মানসিক সতেজতায় বাদামের সঙ্গে ১০টি উপকারী খাবার রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোসহ সংবিধান সংস্কারে বিএনপির ৫ দফা প্রস্তাব স্বর্ণের দামে ঊর্ধ্বগতি: স্মারক স্বর্ণ মুদ্রার মূল্য বৃদ্ধি করলো বাংলাদেশ ব্যাংক সিলেট টেস্টের প্রথম দিন দুঃস্বপ্ন বাংলাদেশের, চালকের আসনে জিম্বাবুয়ে ‘আর্থনা সামিট-২০২৫’–এ যোগ দিতে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কাহারোলে ওপেন হাউস ডে অনুষ্ঠিত: নারী ও শিশু নির্যাতনসহ সামাজিক অপরাধ রোধে সচেতনতামূলক উদ্যোগ

তারেক রহমান: শেখ হাসিনার আমলের সব গুম-খুনের বিচার হবে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
তারেক-রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শেখ হাসিনার শাসনামলে সংঘটিত সব গুম-খুনের বিচার হবে। তিনি বলেন, অভিযুক্তদের বিচার না হলে দেশে আবারও অন্যায়ের সুযোগ তৈরি হবে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, তারও বিচার করা হবে।

রোববার (১৬ মার্চ) রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে ‘আমরা বিএনপি পরিবারের’ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ‘বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুনের শিকার পরিবার ও ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং ঈদ উপহার বিতরণ’।

তারেক রহমান বলেন, “একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি চাই, সামনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণই ঠিক করবে কারা সরকার গঠন করবে। তবে আগামীদিনে যে দলই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাক, তাদের অবশ্যই গুম-খুনের শিকার পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।”

তারেক রহমান বলেন, “আমরা যদি এই অন্যায়ের বিচার করতে না পারি, তাহলে দেশে আবারও অন্যায় সংঘটিত হতে পারে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ন্যায্য বিচার নিশ্চিত করা প্রয়োজন। এটা প্রমাণ করা জরুরি যে, অন্যায়কারী কেউই আইনের ঊর্ধ্বে নয়। বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তাহলে অবশ্যই গুম-খুনের বিচার করা হবে।”

গুম ও নির্যাতনের চিত্র তুলে ধরে ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়া পরিবারের উদ্দেশে তারেক রহমান বলেন, “আপনাদের আত্মত্যাগের কারণেই আজকের এই বাংলাদেশ। গত ১৬-১৭ বছরে অনেক পরিবার তাদের সদস্যদের হারিয়েছে, অনেকেই নির্যাতনের শিকার হয়েছে। আমরা আপনাদের পরিবারের অংশ।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপি মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার, ব্যারিস্টার মীর হেলাল, বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জী, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তারা শুধু গুম-খুনের বিচারই করবে না, বরং দেশের মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করবে। বিএনপি নেতৃত্বাধীন সরকার জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে নেতারা জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট