
পিরোজপুর-০১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী,শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সুযোগ্য পুত্র আলহাজ্ব মাসুদ সাঈদী পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সাথে এক মত-বিনিময় সভায় বলেছেন, “ফ্যাসিস্ট আওয়ামীলীগ এ দেশের রাজনীতিক তথা সাধারন মানুষের বাক স্বাধীনতা ও ভোটাধিকার হরণ করেছিল, আওয়ামীলীগ আমাদেরকে নির্বাচন করতে দেয়নি, দেশের মানুষ ভোটাধিকার ও স্বাধীনতার জন্য ১৭ বছর লড়াই করেছেন, ৭১ এর মহান স্বাধীনতাযুদ্ধে বিজয়ের পর এদেশের মানুষের সবচেয়ে বড় বিজয় হচ্ছে ২০২৪ এর ৫ আগস্টের বিজয়।”
মঙ্গলবার (১৮মার্চ) বেলা ১১ টায় পিরোজপুর সদর উপজেলা শহীদ ওমর ফারুক মিলনায়তনে পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে মত-বিনিময় সভা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে মাসুদ সাঈদী বলেন,”আমি বা আমাদের সংগঠন পরিবার তন্ত্রে বিশ্বাসী নয়,পরিবারের সিদ্ধান্তে আমরা রাজনীতি করিনা,সংগঠন যাকে যোগ্য বলে মনে করে তাকেই মনোনয়ন দেয়,
জামায়াত ইসলামী আমাকে ও আমার ভাই শামীম সাঈদীকে যোগ্য মনে করে পিরোজপুরের ০২টি আসনে মনোনয়নের ঘোষনা দিয়েছে।”।
তিনি আরো বলেন,”আমার পিতা শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে জুডিসিয়াল ও মেডিকেল কিলিং করা হয়েছে,যারা আমার বাবার বিরুদ্ধে মিথ্যা মামলা ও মিথ্যা সাক্ষ্য দিয়েছে তারা অবশ্যই শাস্তি পাবে, আমরা প্রতিহিংসার রাজনীতি করিনা,যারা আমার বাবাকে হত্যা করেছে তারা আওয়ামী লীগের লোক,এখনো তারা বিভিন্ন পদে আসীন,তাদের কারণে আমরা আমাদের বাবার হত্যার সমস্ত ডকুমেন্ট হাতে পাচ্ছিনা, সব ডকুমেন্ট হাতে পেলেই আমরা দোষীদের বিরুদ্ধে মামলাকরবো।”
বিএনপির সাথে সম্পর্কের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ বিষয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে।”
তিনি বলেন, “জামায়াত ইসলামী আওয়ামীলীগ সরকারের সময়ের মতো সরকার বা বিরোধী দল চায়না, জামায়াত চায় দেশে জনগনের ম্যান্ডেট নেওয়া সরকার ও একটি শক্তিশালী বিরোধী দল থাকুক”।
মত বিনিময় সভায় সাংবাদিক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুররব, জেলা সেক্রেটারী মোঃজহিরুলহক, পিরোজপুর পৌর আমীর মোঃআব্দুর রাজ্জাক প্রমুখ।
Like this:
Like Loading...
Related