শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের দাবাড়ু ওয়াদিফা আহমেদ। এই সাফল্যের সুবাদে তিনি ফিদে মাস্টার থেকে মহিলা আন্তর্জাতিক মাস্টার (WIM) উপাধি অর্জন করেছেন। পাশাপাশি, আগামী ৫ জুলাই জর্জিয়ায় অনুষ্ঠিতব্য দাবার মহিলা বিশ্বকাপে খেলার সুযোগও পেয়েছেন তিনি।
মঙ্গলবার (১৮ মার্চ) নবম রাউন্ডের খেলা শেষে সাত পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন ওয়াদিফা। শেষ রাউন্ডে তিনি নারী আন্তর্জাতিক মাস্টার রানী হামিদের সঙ্গে ড্র করেন। বিভিন্ন দেশের ২৩ জন প্রতিযোগীর মধ্যে রানী হামিদ সপ্তম ও নারী ফিদে মাস্টার নোশিন আনজুম দ্বাদশ স্থান অর্জন করেন।
ওয়াদিফা আহমেদ বাংলাদেশের চতুর্থ নারী আন্তর্জাতিক মাস্টার (WIM)। এর আগে এই উপাধি পেয়েছেন রানী হামিদ, শামীমা সুলতানা ও শিরিন সুলতানা।
নিয়ম অনুযায়ী, এশিয়ান জোনাল চ্যাম্পিয়নশিপে নারী ফিদে মাস্টাররা (WFM) যদি চ্যাম্পিয়ন হন, তবে সরাসরি মহিলা আন্তর্জাতিক মাস্টার উপাধি লাভ করেন। এ ক্ষেত্রে নর্ম অর্জনের শর্ত প্রযোজ্য নয় এবং ২২০০ রেটিংয়ের পরিবর্তে ২০০০ রেটিং থাকলেই হয়। ওয়াদিফার বর্তমান রেটিং ২০৯৭।
ওপেন (ছেলেদের) বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার (IM) মনন রেজা নীড়। নবম রাউন্ডে শ্রীলঙ্কার লিয়ানাগে রানীন্দু দিলশানের সঙ্গে ড্র করে সাত পয়েন্ট সংগ্রহ করেন তিনি। এই জয়ের ফলে তিনি আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য দাবা বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
ওয়াদিফা আহমেদের এশিয়ান জোনাল চ্যাম্পিয়নশিপ জয় ও মহিলা বিশ্বকাপে কোয়ালিফাই করা বাংলাদেশের দাবার জন্য বড় এক অর্জন। একই সঙ্গে, ওপেন বিভাগে মনন রেজা নীড়ের শিরোপা জয় দেশের দাবা অঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে। আশা করা যাচ্ছে, বিশ্বমঞ্চেও তারা নিজেদের মেধা ও দক্ষতা দিয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করবেন।