1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
কাহারোলে পবিত্র ঈদুল ফিতর-২০২৫ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ - RT BD NEWS
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেওয়ানগঞ্জে গাছ কাটার সময় পড়ে শ্রমিকের মৃত্যু বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত নকশা লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা: রাজউক চেয়ারম্যান নারী বিশ্বকাপে বাংলাদেশ! নেট রানরেটের জোরে বাদ পড়ল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ-ভিয়েতনাম G2G চুক্তির আওতায় সাড়ে ১২ হাজার মেট্রিক টন চাল পৌঁছেছে কুয়েটে উপাচার্যের প্রতীকী গদি জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ বাংলাদেশের বর্তমান নেতৃত্বের ‘ভারত-বিরোধী কৌশল’ নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি, বাড়ছে অর্থনৈতিক চাপ গাজায় ফের ইসরায়েলি হামলা: দুই দিনে নিহত ৯২ ফিলিস্তিনি, যুদ্ধবিরতির নতুন প্রস্তাব পর্যালোচনায় হামাস আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে মা নিজে দুই শিশু সন্তানকে বঁটি দিয়ে নির্মম হত্যা করেছেন

কাহারোলে পবিত্র ঈদুল ফিতর-২০২৫ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
কাহারোলে পবিত্র ঈদুল ফিতর-২০২৫ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ

মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে দিনাজপুরের কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) ৩৩হাজার ১২৮টি পরিবারের দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে (ভিজিএফ) এর ১০ কেজি চাল জন প্রতি বিতরণ করা হয়েছে। সরকারের ঈদ উপহারের চাল পেয়ে খুশি এলাকার নিম্ন আয়ের মানুষ।

বুধবার (১৯ মার্চ) সকাল ৯টায় উপজেলার মুকুন্দপুর ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় উৎসব মুখর পরিবেশে ঈদুল ফিতর উপলক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভিজিএফ কর্মসূচি আওতার চাল নিতে সকাল থেকে পরিষদ চত্বরে জমা হয়েছে বিভিন্ন বয়সের নারী ও পুরুষ। পরে সকাল সাড়ে ৯টায় সরকারের বিশেষ বরাদ্দের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৩নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুজ্জামান সরকার (লিমন)। এসময় সেখানে তদারকি অফিসার উপজেলা সরকারি খাদ্য সহকারি কর্মকর্তা মোঃ শাহিন রানা, ইউপি সদস্য – সুমন দাস, মোঃ সাইফুদ্দিন ইসলাম সহ সকল ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

সরকারের বিশেষ বরাদ্দের চাল নিতে আসা মোছাঃ নুরজাহান বেগম বলেন, আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদুল ফিতর। ঈদের আগে সরকারের বিশেষ বরাদ্দের ঈদ উপহারের ১০ কেজি চাল পেয়ে আমি খুব খুশি। ঈদে সেমাই চিনি কিনতে পারবো। আমি বর্তমান সরকারের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করছি। মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান বলেন, বর্তমান সরকার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাই যেন এক সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে সে কারণে ঈদের আগেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় সরকারের ঈদ উপহার হিসেবে বিনামূল্যে ভিজিএফ এর চাল সুন্দর ও সুষ্ঠভাবে বিতরণ করা হচ্ছে। আমার মুকুন্দপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৬হাজার ১৮ জনকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।

এছাড়া উপজেলার ২নং রসুলপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ রাসেল ইসলাম বলেন, আমার ইউনিয়নে ৫হাজার ৩৬০ জন নিম্ন আয়ের পরিবারের মাঝে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে জন প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। উপজেলার ১নং ডাবোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ রায় বলেন, আমার ইউনিয়নে ৫হাজার ৩৮৫ জন গরীব অসহায় পরিবারের মাঝে জন প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে, ৪নং তাঁরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনোয়ারুজ্জামান বলেন, আমার ইউনিয়নে ৫হাজার ২৮৫জন নিম্ন আয়ের গরীব অসহায় পরিবারে মাঝে জন প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে, ৬নং রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বাবুল বলেন, আমার ইউনিয়নে ৫হাজার ৪৯০ জন নিম্ন আয়ের গরীব অসহায় পরিবারের মাছে জন প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে এবং ৫নং সুন্দরপুর ইউনিয়নে ৫ হাজার ৫৯০জন নিম্ন আয়ের গরীব অসহায় পরিবারের মাঝে জন প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানান, জেলা প্রশাসক মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক উপজেলার ছয়টি ইউনিয়নে ৩৩ হাজার ১২৮ টি নিম্ন আয়ের পরিবারের সদস্যদের মাঝে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য চাল বিতরণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ১জন করে তদারকি অফিসার রয়েছেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের পক্ষ থেকে মনিটরিং কার্যক্রম চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট