রাজনৈতিক দলগুলো অন্তঃসংঘাত বন্ধ করলে নির্ধারিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। শুক্রবার (২১ মার্চ) নোফেল সোসাইটি আয়োজিত জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিকে অন্তঃকোন্দলে না জড়িয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। অভ্যুত্থানের পর যারা নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে, তাদের এখন এক হওয়ার সময়। একতাই আমাদের সফলতার চাবিকাঠি।”
তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে হত্যাকারীদের বিচার ও কাঙ্ক্ষিত সংস্কার দৃশ্যমান হবে। দেশকে সঠিক পথে পরিচালিত করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য অত্যন্ত জরুরি।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, “১৯৭২ ও ১৯৭৫ সালে দিল্লি থেকে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছে এবং সেখান থেকেই দলটিকে নিয়ন্ত্রণ করা হয়েছে।” তিনি আরও দাবি করেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বহির্বিশ্বের প্রভাব থাকলেও জনগণের ঐক্যই চূড়ান্ত পরিবর্তন আনতে পারে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক, নোফেল সোসাইটির নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা। আলোচনা শেষে আহত ও নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।