সিরিজ হারের শঙ্কা নিয়ে চট্টগ্রাম টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে টস ভাগ্য এবারও মুখ ফিরিয়ে নিয়েছে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী জিম্বাবুয়ে।
বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় ম্যাচটি শুরু হয়।
বেকায়দায় থাকা বাংলাদেশ দল অনুমিতভাবেই একাদশে এনেছে তিনটি পরিবর্তন। টেস্ট অভিষেক হচ্ছে তরুণ পেসার তানজিম হাসান সাকিবের। সকালেই মাঠে নেমে নিজ রানআপের দূরত্ব মেপে নেন এই পেসার, এরপর পাশের উইকেটে অনুশীলন করেন তিনি।
বাংলাদেশের একাদশ, এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদচট্টগ্রাম টেস্টে সিরিজ বাঁচাতে তিন পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ, টস জিতে ব্যাটিং করছে জিম্বাবুয়ে।
সিলেট টেস্টের পরাজয়ে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। এখন চট্টগ্রামে হারলে ২১ বছর পর আবারও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ হারবে টাইগাররা। সেই চাপ নিয়েই মাঠে নামলো নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।
সিলেট টেস্টের সময় বৃষ্টির চোখরাঙানি থাকলেও চট্টগ্রামে এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে। ম্যাচের দিন সকাল থেকেই ঝলমলে রোদ, এবং সামনের দিনগুলোতেও বৃষ্টির সম্ভাবনা কম।