পিরোজপুরের কাউখালী উপজেলায় কঁচা নদী থেকে ট্রলারে পাচারের সময় এক লক্ষ অবৈধ গলদা চিংড়ি রেনু পোনা জব্দ করেছে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে আয়নাল হক নামে এক পাচারকারীকে আটক করা হয়, যিনি বরগুনা জেলার তালতলী উপজেলার বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত রেনু পোনাগুলো উপজেলার বিভিন্ন জলাশয়ে অবমুক্ত করা হয়।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা ও মৎস্য কর্মকর্তা মো: হাফিজুর রহমান অভিযানে নেতৃত্ব দেন। ইউএনও স্বজল মোল্লা জানান, “অবৈধভাবে নদ-নদী থেকে চিংড়ি রেনু আহরণ আমাদের মৎস্য সম্পদ ধ্বংস করছে। সচেতনতামূলক কার্যক্রম এবং কঠোর নজরদারির মাধ্যমে এই ধরনের অপরাধ দমন করা হবে।”
তিনি আরও বলেন, বছরের যেকোনো সময় চিংড়ির রেনু পোনা আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।