দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৫ উপলক্ষে কৃতি স্কাউটদের সংবর্ধনা প্রদান ও বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। ২৮ এপ্রিল সোমবার বিকেলে বাংলাদেশ স্কাউটস কাহারোল উপজেলার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে উপজেলা স্কাউটস ভবনে জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন দিনাজপুর জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস দিনাজপুর শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম। এরপর একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা স্কাউটস ভবন থেকে শুরু হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালির নেতৃত্ব দেন জেলা প্রশাসক নিজেই। একইসাথে "পরিচ্ছন্নতা অভিযান" পরিচালনা করা হয়।
র্যালি শেষে উপজেলা অডিটোরিয়াম হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাহারোল উপজেলা স্কাউটস সভাপতি মোঃ আমিনুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, যিনি তার বক্তব্যে বলেন, “আমাদের সমাজ থেকে মাদক ও বাল্যবিবাহ নির্মূলে স্কাউটস ও শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন, দিনাজপুর জেলা স্কাউটস সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন, রংপুর অঞ্চল স্কাউটস সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ, কাহারোল উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক নির্মল কুমার রায়, কৃতি স্কাউটদের হাতে সম্মাননা।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি কৃতি স্কাউটদের হাতে অ্যাওয়ার্ড ও সম্মাননা তুলে দেন, যা তাদের অনুপ্রেরণায় রূপান্তরিত হবে।