বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের আস্থা এখনও তুঙ্গে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশের জনগণ এখনো অন্তর্বর্তীকালীন সরকারকে নিজেদের জন্য একটি ভালো সমাধান হিসেবে বিবেচনা করছে।
রোববার (২৭ এপ্রিল) কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার জনপ্রিয় অনুষ্ঠান ‘টক টু আল-জাজিরা’-র বিশেষ পর্ব ‘মুহাম্মদ ইউনূস: রিয়েল রিফর্ম অর জাস্ট আ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ’-এ এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
সাক্ষাৎকারে উপস্থাপক ড. ইউনূসকে প্রশ্ন করেন, শেখ হাসিনার পতনের পরের “মধুচন্দ্রিমা” পর্ব শেষ হয়ে গেছে কিনা এবং বর্তমানের বড় বড় চ্যালেঞ্জগুলোর সমাধান কিভাবে হবে। এর জবাবে ড. ইউনূস বলেন, “মধুচন্দ্রিমা শেষ হোক বা না হোক, বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনও মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের জন্য ভালো সমাধান। এখনো আমরা এমন কোনো সমস্যার সম্মুখীন হইনি যেখানে জনগণ বলছে দ্রুত ক্ষমতা হস্তান্তর করো।”
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “আমরা আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের সাথে একসঙ্গে কাজ করছি। লক্ষ্য হলো রোহিঙ্গাদের নিরাপদে তাদের নিজ দেশে ফেরত পাঠানো এবং বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে বোঝাপড়া তৈরি করা।”
ভবিষ্যত নির্বাচন প্রসঙ্গে ড. মুহাম্মদ ইউনূস উল্লেখ করেন, “সংস্কারের তালিকা ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর তালিকা বড় হলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন শেষ হবে। জুনের পরে নির্বাচন যাবে না।”
আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, দলটি নিজেরাই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে আসবে কি না। এছাড়া নির্বাচন কমিশনের ভূমিকার ওপরও বিষয়টি নির্ভর করবে বলে উল্লেখ করেন তিনি।
উপস্থাপক যখন প্রশ্ন করেন আওয়ামী লীগের অংশগ্রহণের সিদ্ধান্ত কি নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেওয়া হবে, তখন ড. ইউনূস বলেন, “না, শুধুমাত্র আওয়ামী লীগ নয়, অন্যান্য দলও আইনি সীমাবদ্ধতার কারণে অংশগ্রহণে সমস্যা দেখতে পারে।”