1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হলো ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে - RT BD NEWS
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় নারী চিকিৎসকে চেম্বার থেকে টেনে নিয়ে সড়কে মারধর বাংলাদেশে পুষ্টিহীনতায় ভুগছে কোটি শিশুরা: সংলাপে উদ্বেগ প্রকাশ বেইলি রোডে বহুতল ভবনে আগুন, ১৮ জনকে জীবিত উদ্ধার জামালপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড শীতলক্ষ্যা নদীর খেয়াঘাটে চরম ভোগান্তি, অভিযোগের পাহাড় যাত্রীদের ঈদুল আজহা ২০২৫: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘কাসেম বাসির’ উন্মোচন খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তনে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১০টি ডাকাতি ঘটনায় ভয়াবহ পরিস্থিতি গণতান্ত্রিক সংস্কার ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ার সময় এখনই

জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হলো ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
ঝিনাইদহে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও নানা আয়োজনে ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে জেলা ও দায়রা জজ আদালতের সকল বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী সহকারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সোমবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণে কর্মসূচির সূচনা হয়। জেলা ও দায়রা জজ মো. এমরান হোসেন চৌধুরী এবং জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়ক প্রদক্ষিণ করে আদালত চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল, জেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. এমরান হোসেন চৌধুরী, পাবলিক প্রসিকিউটর (পিপি) এস এম মশিয়ূর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী একরামুল হক আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ বিশ্বাস, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট ইশারত হোসেন খোকনসহ অন্যান্য আইনজীবী ও বিশিষ্ট ব্যক্তিরা।

পরে জেলা আইনজীবী সমিতির কার্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বিনামূল্যে আইনি সহায়তার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। বক্তারা বলেন, সমাজের দরিদ্র ও অসহায় বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এতে সমাজের সকল শ্রেণির মানুষ ন্যায্য অধিকার রক্ষায় এগিয়ে আসতে পারছে।

বক্তারা সাধারণ জনগণের মধ্যে লিগ্যাল এইড সেবার সুযোগ-সুবিধা ছড়িয়ে দিতে সচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট