বাংলাদেশ মৎস্যজীবী ফেডারেশন এর জিয়ানগর উপজেলা কমিটি এর পরিচিতি ও সাধারণ সভা ২০২৫ সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম এ অনুষ্ঠিত হয়েছে। সভায় কয়েক শতাধিক জেলে ও মৎস্যজীবী অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর-০১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ সাঈদী। তিনি তার বক্তৃতায় উল্লেখ করেন, "বংশ পরস্পরায় যারা জেলে, তাদের জীবিকা মাছ শিকার ছাড়া আর কিছু নয়, কিন্তু তারা অনেকেই সরকারি তালিকায় নিবন্ধিত হতে পারেননি। নিবন্ধন না থাকায় তারা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন, ফলে অনেক সময় তাঁরা মাছ ধরা নিষিদ্ধ সময়েও ঝুঁকি নিয়ে নদীতে নামেন।"
মোঃ কাউসার শেখ এর সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মদ আলী এর প্রধান আলোচনায় মৎস্যজীবীরা তাদের ন্যায্য পাওনা ও সরকারি সহায়তা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ধরেন। মোঃ কাওসার শেখ বলেন, “জেলেদের সঠিক তালিকা তৈরি না হওয়া, নিবন্ধন না থাকা, সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকা এসব সমস্যা দীর্ঘদিন ধরে চলছে।"
আলোচনায় মাসুদ সাঈদী আরও বলেন, “সরকারের যে খাদ্য সহায়তা বরাদ্দ, তা অনেক জেলের কাছে পৌঁছাচ্ছে না। ইলিশের প্রজনন মৌসুমে মাছ না ধরার আইন মেনে জেলেরা নদী ও সাগরের উপকূলের দিকে মাছ ধরা বন্ধ রাখলেও, তারা প্রায়ই আর্থিক সংকটে পড়েন।"
তিনি সরকারের কাছে সঠিকভাবে তালিকা তৈরি ও জেলেদের অধিকারের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সভায় মাওলানা আলী হোসেন (বাংলাদেশ মৎস্যজীবী ফেডারেশন জিয়ানগর উপজেলার প্রধান উপদেষ্টা) এবং জনাব সৈয়দ নজরুল ইসলাম (উপজেলা মৎস্য কর্মকর্তা) সহ অন্যান্য মৎস্যজীবী ফেডারেশন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা মৎস্যজীবীদের সমস্যা ও অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এ বিষয়ে সরকারী পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেন।
মাসুদ সাঈদী বক্তৃতায় বলেন, “মৎস্যজীবীরা যদি ঐক্যবদ্ধ থাকে, তাদের ন্যায্য পাওনা কেউ বঞ্চিত করতে পারবে না। সংগঠনকে শক্তিশালী করতে হবে, যাতে তারা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে।”