পিরোজপুরের জিয়ানগরে সাংবাদিক মাহমুদুর রহমানসহ সকল সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১টায়, জিয়ানগরের ইন্দুরকানী বাজারের রূপালী চত্বরের সামনে "আমার দেশ পাঠক মেলা"র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-০১ আসনের সদস্য প্রার্থী, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সুযোগ্য পুত্র, জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ সাঈদী।
এছাড়াও মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফাইজুল কবির তালুকদার, ০১ নং পাড়েরহাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও শিক্ষক নেতা আহসানুল হক ছগির, মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেলাল উদ্দিন গাজী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহিদুল ইসলাম শহীদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল-আমিন হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে মাসুদ সাঈদী বলেন, "সাংবাদিক মাহমুদুর রহমান একজন সাহসী কলম সৈনিক। তিনি জুলুম, অন্যায় ও নির্যাতনের বিরুদ্ধে কলম ধরেছেন, যার মাধ্যমে দেশের মানুষ সত্য ও ন্যায়ের খবর জানতে পেরেছে।"
তিনি আরও বলেন, "ফ্যাসিবাদী শক্তির দোসররা মাহমুদুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। মেঘনা গ্রুপের কর্ণধর মোস্তফা কামালের মিথ্যা মামলার মাধ্যমে তাকে কারাবন্দি করা হয়েছিল। আমাদের সবাইকে মেঘনা গ্রুপকে বয়কট করে সাংবাদিক মাহমুদুর রহমানের পাশে দাঁড়াতে হবে।"
বক্তারা আরও বলেন, মাহমুদুর রহমানকে মিথ্যা মামলার অভিশাপ থেকে মুক্ত করে আবার দেশের কল্যাণে কাজ করার সুযোগ দিতে হবে। এই দাবিতে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনের মূল দাবি, সাংবাদিক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার। সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা। ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আনা। মানববন্ধনে বক্তারা এ দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।