ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভাটপাড়া গ্রামে সরকারি সহায়তায় কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ১৫০ বিঘা জমির বোরো ধান কর্তনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল।
এ সময় তিনি বলেন, “আপনারা কৃষকরাই দেশের প্রাণ। কৃষিকে এগিয়ে নিতে সরকার সব সময় কৃষকদের পাশে আছে। প্রণোদনার সঠিক ব্যবহার করে দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখুন।”
উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি, স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি জানান, “২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় সমলয় পদ্ধতিতে চাষ করা কৃষকদের ধান কম্বাইন্ড হারভেস্টার মেশিনে কেটে দেওয়া হচ্ছে।”
এই মেশিন প্রতি ঘণ্টায় এক একর জমির ধান কাটতে সক্ষম। বাজারমূল্য ৩০–৩৫ লাখ টাকা হলেও সরকার ৫০% ভর্তুকিতে মেশিনটি কৃষকদের দিয়েছে।
আর্থিক সাশ্রয় ও উপকারিতা, মেশিন ভাড়া প্রতি একর জমির জন্য মাত্র ৭,৫০০ টাকা, একই সঙ্গে ধান কর্তন, মাড়াই ও বস্তাবন্দি হয়, শ্রমিক সংকট ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস পায়, সময় ও খরচ সাশ্রয় হওয়ায় কৃষকরা বেশ খুশি।
প্রশাসন ও কৃষি দপ্তর একযোগে কাজ করে কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি, খরচ হ্রাস এবং কৃষকের আয় বাড়ছে।