ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে ওবাইদুর রহমান (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত ওবাইদুর রহমান মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের হানেফ মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৬ এপ্রিল) গভীর রাতে গোপালপুর গ্রামের ৭-৮ জন লোক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে প্রবেশ করে। রাত প্রায় দেড়টার দিকে তারা ভারতের চব্বিশ পরগনা জেলার মধুপুর এলাকায় বিএসএফের টহল দলের মুখোমুখি হয়। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলির শব্দ শুনে বেশিরভাগ লোক পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ফিরে এলেও ওবাইদুর রহমানসহ দু’জন ফিরে আসতে পারেনি।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বিএসএফ সদস্যরা ওবাইদুর রহমানকে আটক করে বস্তায় মুড়িয়ে অমানুষিক নির্যাতন চালায় এবং পরে গুলি করে হত্যা করে।
রোববার (২৭ এপ্রিল) সকালে ভারতের মধুপুর এলাকায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে ভারতের বাগদা থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃতদেহটি ওবাইদুর রহমানের। নিহতের আরেক সঙ্গীর খোঁজ এখনও পাওয়া যায়নি।
এদিকে, বিষয়টি নিয়ে মহেশপুর উপজেলা প্রশাসনও অবগত হয়েছে। মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইয়াসমিন মনিরা জানান, ভারতের অভ্যন্তরে একজন বাংলাদেশির মরদেহ পড়ে থাকার খবর বিজিবির মাধ্যমে তারা পেয়েছেন। বিজিবি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএসএফ বা বিজিবি পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।