ইয়েমেনের রাজধানী সানায় আবারও অতর্কিত বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। গত সোমবার (২৮ এপ্রিল) এই হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এই হামলা বানি আল-হারিথ জেলার থাকবান এলাকায় করা হয়। এই হামলার ফলে ইয়েমেনে মার্কিন বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২২৮ জনে দাঁড়িয়েছে, জানিয়েছে হুথি পরিচালিত মিডিয়া।
আল মাসিরাহ টিভির খবর অনুযায়ী, মার্কিন বাহিনী রোববার রাতে ইয়েমেনের আমরান এবং সাদায় হামলা চালায়। এর আগে সানায় হামলা চালিয়ে দুইজনকে হত্যা করা হয়। এদিকে, গত মার্চের মাঝামাঝি সময় থেকে মার্কিন বাহিনী ইয়েমেনে প্রায় ৮০০ হামলা চালিয়েছে, যার ফলে ২২০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।
হুথি গোষ্ঠী এক বিবৃতিতে জানায়, মার্কিন বাহিনীর হামলায় নিহতদের মধ্যে বেশিরভাগই যোদ্ধা, তবে সাধারণ জনগণেরও ক্ষতি হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, এই হামলায় শত শত হুথি যোদ্ধা এবং তাদের নেতা নিহত হয়েছেন।
এদিকে, ইয়েমেনের এই যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ায় দেশটির জনগণের দুরবস্থা আরও বেড়েছে। একদিকে মার্কিন হামলা, অন্যদিকে গৃহযুদ্ধ ও মানবিক সংকট দেশের জনগণের জন্য এক কঠিন পরিস্থিতি সৃষ্টি করেছে।