1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
৮ বিভাগেই সতর্কবার্তা ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সারাদেশে ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা, ৮ বিভাগেই সতর্কবার্তা বকশীগঞ্জে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, পুলিশ তদন্তে ইসলামপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় ছয় শিক্ষক বহিষ্কার কালীগঞ্জে সরকারের কৃষি সহায়তায় কম্বাইন্ড হারভেস্টার মেশিনে দেড়’শ বিঘা ধান কর্তনের উদ্বোধন জিয়ানগর উপজেলা মৎস্যজীবী ফেডারেশনের পরিচিতি সভা: মৎস্যজীবীদের ন্যায্য দাবি উঠে এসেছে কামরুল ইসলাম ও গ্যাংয়ের সন্ত্রাসী হামলায় রক্তাক্ত গ্রাম, নারী-শিশুসহ বহু আহত ঝিনাইদহে মাঠ থেকে কৃষকের লাশ উদ্ধার দিনাজপুর কাহারোলে বাংলাদেশ স্কাউটস দিবসে কৃতি স্কাউটদের সংবর্ধনা কাউখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক লক্ষ গলদা চিংড়ি রেনু পোনা জব্দ জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হলো ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে

সারাদেশে ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা, ৮ বিভাগেই সতর্কবার্তা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
ঝড়-বৃষ্টি

রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগেই আগামী তিন দিন ধরে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। এর ফলে, রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায়, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দু–এক জায়গায়, দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি বা বিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে।

কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। তাপমাত্রা দিনে ও রাতে প্রায় একই মাত্রায় থাকবে।

আগামীকালও একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকবে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় বজ্রসহ বৃষ্টি বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে, ☔ শুক্রবারের আবহাওয়ার অবস্থা।

শুক্রবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু–এক জায়গায় ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে, দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, রাতের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন নাও হতে পারে, নদীবন্দরের জন্য বিশেষ সতর্কবার্তা।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, আজ বুধবার রাত ১টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এই অঞ্চলের মধ্যে রয়েছে, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, বগুড়া, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট